চিকেন রোলে নখসহ মানুষের আঙুল, কামড় দিয়ে টের পান নারী
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৮:৩৬
আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৯:০০

রেস্তোরাঁ থেকে কেনা চিকেন রোলে মানুষের আঙুলের ডগা পাওয়ার দাবি করেন এক নারী। তবে ওই রেস্তোরাঁ মালিক বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় পরবর্তীতে মামলা করেন তিনি।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট মামলার বরাতে জানিয়েছে, ২০২৩ সালে এ ঘটনা ঘটে। ম্যারি এলিজাবেথ স্মিথ নামে ৪৩ বছর বয়সী ওই নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, এ ঘটনার পর তিনি ‘স্থায়ীভাবে ট্রমাটাইজড’ হয়ে পড়েছেন। খাবার, বিশেষ করে মুরগির মাংস দেখলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাটি পুরোনো হলেও নতুন করে বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর এটি বেশ আলোচিত হচ্ছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চিকেন রোলটি ক্রিয়েট অ্যাস্টোরিয়া নামে একটি রেস্তোরাঁয় অর্ডার করেন ম্যারি এলিজাবেথ। যেখানে তিনি সপ্তাহে অন্তত দুদিন খেতেন।
অভিযোগকারী নারী জানিয়েছেন, মানুষের আঙুলের ডগার অংশ কি না সেটি নিশ্চিত হতে এটি ল্যাবে পরীক্ষা করা হয়। এতে নিশ্চিত হওয়া যায় এক নারীর আঙুলের অংশ এটি।
তার আইনজীবী নিউইয়র্ক পোস্টকে বলেছেন, “তিনি এটিতে কামড় দেন। তিনি বুঝতে পারেন কিছু একটা ঠিক ছিল না। এরপর মুখ থেকে আঙুলের ডগাটি ফেলে দেন তিনি। তার জন্য এটি ভয়াবহ অভিজ্ঞতা ছিল।”
এ ঘটনার পর ম্যারিকে ভাইরাস নিয়ন্ত্রণের থেরাপি দেওয়া হয়। আঙুলের ডগা থেকে তার শরীরে রোগ জীবানু ছড়িয়ে পড়ার শঙ্কা থাকায় তাকে জরুরিভিত্তিতে চিকিৎসা নিতে হয়।
তিনি বলেন, “ওই ঘটনার পর থেকে আমি কি খাচ্ছি এ ব্যাপারে খুব সতর্ক হয়ে যাই। পুনরায় মুরগি খেতে আমার অনেক সাহস-সময় লেগেছে। আমি জীবনে স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে।”
এদিকে রেস্তোরাঁর মালিক টেডি কারগিয়ানিস বলেছেন, এ নারী যেদিনের কথা বলছেন সেদিন তার রেস্তোরাঁয় কোনো নারী কর্মী ছিল না। তাহলে এটি কোথা থেকে আসবে। তিনি ম্যারির বিরুদ্ধে পাল্টা অভিযোগের হুমকি দিয়েছেন।
ডিএম/রিয়া
আপনার মূল্যবান মতামত দিন: