নিরাপদ আশ্রয়ের খোঁজে বিনিয়োগকারীরা, সোনার দাম রেকর্ড উচ্চতায়
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর ফলে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার ভোরে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলার, যা এ বছর প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
মার্কিন নীতি ও বৈশ্বিক প্রভাব
সোনার এ উত্থানের পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকেরা উল্লেখ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। তিনি সম্প্রতি ব্যাপক শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণে চাপের মুখে পড়তে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের সোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে।
বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বিবিসিকে বলেন, ‘গত কয়েক মাসে সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ ট্রাম্প। বিশেষ করে বিশ্ব বাণিজ্য ও ভূরাজনীতিতে তিনি যেভাবে প্রভাব ফেলেছেন, তা সোনাকে নিরাপদ বিনিয়োগে পরিণত করেছে।’
অন্যদিকে হারগ্রিভস ল্যান্সডাউনের ডেরেন নাথান মনে করেন, ট্রাম্প ফেডারেল রিজার্ভের স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এ কারণেই বিনিয়োগকারীরা সোনা ও অন্যান্য নিরাপদ সম্পদের দিকে ছুটছেন।
বৈশ্বিক উদ্বেগ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে সতর্ক করে বলেছেন, ফেডারেল রিজার্ভ যদি রাজনৈতিক চাপের মুখে নীতি নির্ধারণ করে, তবে তা বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ হবে।
চীন-ভারতের চাহিদা
সাধারণত সোনার দাম বেড়ে গেলে চীন ও ভারতের ক্রেতারা বাজার থেকে সরে দাঁড়ান। কিন্তু এবার ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। এসব দেশে ক্রেতারা গয়নার বদলে বিনিয়োগ সোনা—যেমন সোনার বার ও মুদ্রা কিনছেন।
আপনার মূল্যবান মতামত দিন: