রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২


ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, ৪ শতাধিক গ্রেফতার


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪

ছবি ‍সংগৃহিত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শনিবার (স্থানীয় সময়) বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক মানুষ।

বিক্ষোভকারীরা ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ফিলিস্তিনে চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। তাদের হাতে ছিল ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই’, ‘প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা নানা প্ল্যাকার্ড।

তবে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে পড়ে অনেকেই আহত হন।

অধিকার সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কিছু বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলা হচ্ছে।

সংগঠনটির দাবি, শুধুমাত্র প্ল্যাকার্ড বহন করায় অনেককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, পুলিশের ওপর হামলা, নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন এবং জনশৃঙ্খলা ভঙ্গ।

প্রেস অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ করে। তখন বিক্ষোভকারীদের কেউ কেউ প্লাস্টিকের বোতল ও পানি ছুড়ে মারে। চাপের মধ্যে পড়ে বেশ কয়েকজন মাটিতে পড়ে যান।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার ‘সন্ত্রাসবাদ আইন ২০০০’-এর আওতায় ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বিভিন্ন মানবাধিকার সংগঠন ও শান্তিপূর্ণ কর্মীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top