সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


ইরানি প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসলামী ঐক্যের আহ্বান


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৩

ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোকে ঐক্য জোরদার এবং দখলদার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সমন্বিত অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আরব এবং মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের জরুরি সম্মেলনে যোগদানের জন্য কাতারে রওনা হওয়ার আগে পেজেশকিয়ান এ কথা বলেন।

তিনি বলেন, জায়নবাদী সরকার তার কর্মকাণ্ডের জন্য কোনো সীমানা বা কাঠামো স্বীকার করে না। তারা কাতার, লেবানন, ইরাক, ইরান এবং ইয়েমেনসহ বেশ কয়েকটি ইসলামী দেশে আক্রমণ করেছে।

পেজেশকিয়ান আরও বলেন, তারা (জায়নবাদী সরকার) যা ইচ্ছা তাই করে এবং দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপগুলোকে সমর্থন করে।

পেজেশকিয়ান গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার নিন্দা করে বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছ থেকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ পেয়ে তারা নারী, শিশু এবং বয়স্কদের হত্যা করছে। পশ্চিমারা বর্ণবাদী শাসনব্যবস্থার কর্মকাণ্ডকে বৈধতা দেয়।

ইরানি প্রেসিডেন্ট আশা করেন, কাতারের শীর্ষ সম্মেলন মুসলিমদের বাস্তব ফলাফলের দিকে নিয়ে যাবে, বিশেষ করে আন্তর্জাতিক আইনি ফোরামের মাধ্যমে ইসরায়েলকে জবাবদিহি করার ক্ষেত্রে।

তিনি বলেন, ইসলামী দেশগুলোকে তাদের ঐক্য বৃদ্ধি করতে হবে এবং আন্তর্জাতিক ও আইনি সংস্থাগুলোতে এই অপরাধগুলোর বিচার করতে হবে।

মুসলিম ঐক্যফ্রন্টের আহ্বান পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, মুসলিমরা যদি এক হয়ে কাজ করে, তাহলে তারা আমাদের দেশগুলোতে আক্রমণ করার এবং আন্তর্জাতিক আইন পদদলিত করার সাহস পাবে না।

প্রতঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে দোহায় এই জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে মুসলিম বিশ্বের নেতারা বাস্তবধর্মী যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top