শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ইউক্রেনে পুরো মাত্রায় হামলা শুরু করেছে রাশিয়া


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:২৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:৫৫

 ইউক্রেনের রাস্তায় এসে পড়া মিসাইল পরীক্ষা করে দেখছেন ইউক্রেন পুলিশ ছবি : সংগৃহীত

ইউক্রেনের উত্তর দিক থেকে, বেলারুশে অবস্থানকারী সব রাশিয়ার সৈন্য ও বহর ইউক্রেনে ঢুকে পড়েছে। পূর্ব দিক থেকেও আক্রমন হচ্ছে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকল প্রকার অনুরোধ ও আহ্বান উপেক্ষা করে পুতিন টেলিভিশনে আকস্মিক এই ঘোষণা দেন।

 আগুনে জ্বলছে কিয়েভের সামরিক বিমানবন্দর

পুতিন বলেন, আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। যে কেউ এতে হস্তক্ষেপ করলে তার কড়া জবাব দেয়া হবে। তিনি ইউক্রেনের সৈন্যদের প্রতি অস্ত্র সমর্পন করারও আহ্বান জানান।

এর আগে ক্রেমলিন থেকে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে মস্কোর প্রতি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি রাশিয়ানদের প্রতি এক আবেগঘন আবেদনে ইউরোপে বড় যুদ্ধ সমর্থন না করার আহবান জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু নীরবতা ছাড়া কোন জবাব পাননি।

তিনি আরো বলেন, এ মুহূর্তে ইউক্রেন সীমান্তে মস্কোর দু’লাখ সৈন্য রয়েছে।

 ম্যারিউপোল বিমানবন্দরের কাছে জ্বলছে ইউক্রেনের সামরিক স্থাপনা

অন্যদিকে পুতিনের ঘোষাণার আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দোনেৎস্ক ও লুহানস্ক এই দুই অঞ্চলের দুই নেতার মস্কোর উদ্দেশ্যে লেখা পৃথক দুটি চিঠি প্রকাশ করা হয়। উভয় নেতাই চিঠিতে ইউক্রেনের আগ্রাসন মোকাবেলায় তাদের সহায়তার আহ্বান জানিয়েছেন। এর আগে পুতিন ইউক্রেনের এ দুটি অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দেন।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিইউয়র্ক স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে ইউক্রেন সংকট বিষয়ে এক জরুরি বৈঠকে বসে।

গত তিনদিনের মধ্যে নিরাপত্তা পরিষদের এটি দ্বিতীয় জরুরি বৈঠক। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনে সেনা আগ্রাসন বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন, আপনার সৈন্যদের থামান। শান্তির সুযোগ দিন। ইতোমধ্যে অনেক লোক মারা গেছে।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top