দখলের পথে কিয়েভ : আলোচনার আহবান ইউক্রেন প্রেসিডেন্টের
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৪
আপডেট:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৮

মাত্র দু’দিনের মাথায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্য। বৃহস্পতিবার ইউক্রেনের তিন দিক থেকে হামলা শুরু করে রাশিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত কিয়েভে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, কিয়েভের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক বিস্ফোরণ ও গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেন সেনাবাহিনী জানায়, কিয়েভের সেনানিবাসে আক্রমন করেছে রাশিয়ার সৈন্যরা। এমন অবস্থায় যুদ্ধ বিরতি এবং শান্তি আলোচনার আহবান জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’র মুখপাত্র এ আহবান জানান।
বর্তমান সরকারকে অপসারণ করতে ইউক্রেন সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে তোলা প্রস্তাবে ভেটোও দিয়েছে রাশিয়া।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। আলোচনার তাগিদ দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রাশিয়া সৈন্যদের ব্যরাকে ফিরে যাওয়া উচিৎ।
ডিএম/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: