নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে সাহস দেখালো সিঙ্গাপুর
প্রকাশিত:
৫ মার্চ ২০২২ ২৩:০৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৪৬

এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র সিঙ্গাপুর। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র সিঙ্গাপুরের ইতিহাসে এটি বিরল পদক্ষেপ। সিঙ্গাপুর জানায়, ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। এমন খবর দিয়েছে বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, তারা রাশিয়ার সাথে রপ্তানি নিয়ন্ত্রণ করবে এবং দেশটির কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবে।
ডিএম/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: