রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


এক যুগ পর বিশ্বে তেলের দাম সর্বোচ্চ


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ০২:২৮

আপডেট:
৮ মার্চ ২০২২ ০৩:২০

বাড়ছে জ্বালানি তেলের দাম

ইউক্রেনে রাশিয়ার হামলার পর অস্থিতিশীল বিশ্ববাজার। ২০০৮ সালের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পৌঁছেছে।

বিবিসি জানায়, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে। যা গেল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। রোববার ৭ মার্চ আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায়, গেল সারা সপ্তায় পেট্রোল ১১ শতাংশ বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ দামে পৌঁছেছে। অন্যদিকে ব্রিটিশ অটোমোবাইল সার্ভিস কোম্পানি আরএসি জানায়, ব্রিটেনে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে ১ পাউন্ড ৫০ পেনি বেড়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় বিশ্ব বাজারে বেড়েছে গ্যাসের দামও। ব্রিটেনের বসতবাড়িতে বার্ষিক গ্যাসের বিল তিন হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।

রোববার ৬মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, রাশিয়ান তেল আমদানি নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের কথা ভাবছে চেম্বার এবং চলতি সপ্তাহে ইউক্রেনের জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ইচ্ছা করেছে।

ডিএম/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top