রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ইউক্রেনের বিভিন্ন শহরে হামলার গতি বাড়িয়েছে রাশিয়া


প্রকাশিত:
১৩ মার্চ ২০২২ ০৩:৩২

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৪৬

রাশিয়ার হামলার জবাবে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের সৈন্যরা

আবারও ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটিতে হামলার ১৭তম দিনে রাশিয়ার সৈন্যরা এখন ধীরে ধীরে রাজধানী কিয়েভ ঘিরে ফেলছে। স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যম জানায়, কিয়েভের বিভিন্ন লক্ষে আবারও অগ্রসর হতে শুরু করেছে রুশ বাহিনী। কিছু দিন আগে স্যাটেলাইট ছবিতে কিয়েভ অভিমুখে যে লম্বা রুশ সেনাবহর দেখা গিয়েছিলো, তা আবারও কিয়েভ শহরের প্রান্তে একত্র হতে শুরু করছে বলে দেখা যায়।

প্রতিরক্ষা গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের ধারণা, রাশিয়ার সৈন্যদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারা পুরোদমে হামলার পরিবর্তে কিয়েভ অবরুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনের শহর সুমি থেকেও রাশিয়ার একটি সেনাবহর কিয়েভের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটির অন্যতম প্রধান শহর দানিপ্রোতে হামলা শুরু করেছে রাশিয়ান বাহিনী। ভারী শিল্পের জন্য বিখ্যাত শহরটিতে রয়েছে রকেট ফ্যাক্টরি। এর পাশাপাশি দক্ষিণ-পূর্ব দিকে রাশিয়ান সৈন্যদের যাতায়াতের জন্যও গুরুত্বপূর্ণ শরটি। লুৎস্ক এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহর দুটির ওপর সারারাত ধরে বোমাবর্ষণ করে রাশিয়া। আর দক্ষিণের শহর মারিউপোল এখনো অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সৈন্যরা।

তবে ইউক্রেনের উত্তর দিকে থাকা রাশিয়ান সৈন্যদের গতি কমে গেছে। বেলারুশ থেকে আসা রাশিয়ার সৈন্যদের যে বিশাল বহর চেরনোবিল হয়ে দানিয়েপার নদীর ওপর দিয়ে কিয়েভের দিকে আসছিল, তার গতি অনেক কমে গেছে। বহরটিতে জ্বালানি সংকট রয়েছে বলে ধারণা বিশ্লেকদের।

ডিএম/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top