গোটা কিয়েভ এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২২ ২১:২৫
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৪৮

রাজধানী কিয়েভের আশেপাশের গোটা এলাকা পুনরুদ্ধাদের দাবি করেছে ইউক্রেন। দেশটির বিভিন্ন সূত্রে নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, রাশিয়ান বাহিনী ছেড়ে যাওয়ার পর এক সপ্তাহে ৩০টির বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেন সেনাবাহিনী।
ইউক্রেন বলেছে, রাজধানী কিয়েভ, আশেপাশের গুরুত্বপূর্ণ শহর এবং কিয়েভ পার্শবর্তী গোটা এলাকা নিজেদের অধীনে নিয়েছে ইউক্রেন বাহিনী।
এদিকে কিয়েভের কাছাকাছি শহর বুচা’র মেয়র জানিয়েছেন, রাশিয়ান বাহিনীর হাতে নিহত অন্তত ৩০০ জনের গণকবর দেয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সৈন্যরা ফিরে যাওয়ার সময় যেখানে সেখানে ভূমি মাইন স্থাপন করে গেছে। যা তাদের জন্য বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি করেছে।
ইউক্রেন সেনাবাহিনী জানায়, দেশটিতে রাশিয়ান সেনাবাহিনীর ধারাবাহিক ক্ষেপনাস্ত্র হামলা আগের তুলনায় কমেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান সেনারা পাশবিক নির্যাতন চালিয়ে মহিলাদের হত্যা করেছে। এক টুইট বার্তায় তারা জানায়, কিয়েভ থেকে প্রায় ২০ কিলোমিটার বাইরে ৪-৫ জন নারীর মৃতদেহ পাওয়া গিয়েছে, যাদের শরীরে কোন কাপড় ছিলনা। মৃতদেহগুলো ছিল কম্বল দিয়ে মোড়ানো এবং সেগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিলো বলে অভিযোগ করেছে ইউক্রেন প্রতিরক্ষ মন্ত্রণালয়।
ডিএম/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: