ইমরানের হুমকি দাতা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লিউ !
প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:২০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৪৬

যুক্তরাষ্ট্রের হুমকি সম্পর্কে আরো তথ্য জনসমক্ষে প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । রোববার ৩ এপ্রিল এ তথ্য প্রকাশ করেন তিনি।
ইমরান খান জানান, যুক্তরাষ্ট্রের একজন দূতের পক্ষ থেকে হুমকিমূলক বার্তা দেয়া হয়। তিনি জানান, আমেরিকার হুমকিদাতা সেই দূত হচ্ছেন ডোনাল্ড লিউ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ইমরান বলেন, ডোনাল্ড লিউ যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠকে এ হুমকি দিয়েছিলেন। লিউ বলেছিলেন, ‘অনাস্থা ভোটে যদি ইমরান খান টিকে যান তাহলে তাকে মূল্য দিতে হবে’। তার অভিযোগ, দল থেকে যেসব এমপি পক্ষ ত্যাগ করে চলে গেছেন, কিছুদিন ধরে দফায় দফায় ইসলামাবাদ মার্কিন দূতাবাসে যাওয়া-আসা করতেন তারা।
মার্চের প্রথম দিক থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ ইমরান খানের।
ডিএম/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: