রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ইসরাইলে ১০০ রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিন


প্রকাশিত:
৬ আগস্ট ২০২২ ২৩:০৬

আপডেট:
৬ আগস্ট ২০২২ ২৩:০৯

 ছবি : সংগৃহীত

ইসরাইলে অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক ভবনে ইসরাইলি সেনাদের বর্বর বিমান হামলার প্রতিশোধ নিতে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন।

ইসরাইলি হামলায় জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারিসহ অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হওয়ার পর পাল্টা হামলা চালান প্রতিরোধ আন্দোলনকারীরা। খবর আলজাজিরার

সংগঠনটির সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছেন, সিনিয়র কমান্ডার তাইসির আল-জাবারিকে হত্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল-কুদস ব্রিগেড ইসরাইলের রাজধানী তেলআবিব সহ দেশটির মধ্যাঞ্চলীয় বিভিন্ন শহর এবং গাজা সংলগ্ন এলাকাগুলোতে শতাধিক রকেট নিক্ষেপ করেছে।

এবারের হামলার পর ইসরাইলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না। এবারের সংগ্রামে সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এক পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছেন, ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়েছে, এ জন্য তাদের মূল্য দিতে হবে।

উল্লেখ্য, গত মে মাসে ইসরাইল গাজায় আগ্রাসন চালালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ৪ হাজার রকেট নিক্ষেপ করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top