সন্তানদের গুলি করে হত্যার পর বাবার আত্মহত্যা
প্রকাশিত:
৮ আগস্ট ২০২২ ০০:৩৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৭:০৭

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির এক ব্যক্তি তিন সন্তানকে হত্যার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিশেল হেন্ডারসন নামের এক পুলিশ কর্মকর্তা জানান, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি হাঁটতে বের হন। এ সময় ওকলাহোমা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গাড়ির ভেতর চারজনের মরদেহ দেখতে পান। এর কিছুক্ষণ পরেই পুলিশকে বিষয়টি জানানো হয়।’ নিহতরা ঘটনাস্থলের আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন না ।
আত্মহত্যা করা ব্যক্তি ও হত্যাকাণ্ডের শিকার শিশুদের পরিচয় বা বয়স প্রকাশ করা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা হেন্ডারসন জানান, ‘নিহত শিশুদের বয়স ৭ বছরের কম। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: