আবারও করোনায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০৩:০২
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১০:৩০

গত তিন মাসে এই নিয়ে দু’বার করোনায় সংক্রমিত হলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভাপতি সোনিয়া গান্ধী।
সোনিয়ার করোনায় সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এর আগে গত জুন মাসেও করোনায় সংক্রমিত হয়েছিলেন সোনিয়া। সেই সময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
কোভিড সংক্রমণের কারণে সোনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ এবং নিম্নাংশে ছত্রাক সংক্রমণিত হয়েছে বলে জানিয়েছেন জয়রাম। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
আপনার মূল্যবান মতামত দিন: