রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ইউক্রেনে পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘ


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ২৩:৩৬

আপডেট:
৩০ আগস্ট ২০২২ ০২:১৯

 ছবি : সংগৃহীত

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি পরিদর্শক দল।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, এই সপ্তাহে দলটি জাপোরিজ্জয়ায় যাবে।

স্পর্শকাতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তাদের নিয়ন্ত্রণ কেন্দ্র করে আশপাশে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের প্রায়ই লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রেটি লক্ষ্য করে একাধিকবার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

এই অবস্থায় কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে রাফায়েল গ্রোসি টুইট বার্তায় জানিয়েছেন, ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতিসংঘের। গত মার্চ থেকে কেন্দ্রটি দখলে রেখেছে রুশ বাহিনী।

ইউক্রেনের দক্ষিণ-পূর্বে অবস্থিত স্থাপনাটির আশপাশে রুশ-ইউক্রেনের লড়াই তীব্র আকার নেওয়ায় নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ লক্ষ্য করা গেছে। ওই এলাকায় গোলাবর্ষণে একে অপরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন।

কয়েকদিন আগে প্রথমবার কেন্দ্রটির সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ বিচ্ছিন্নে রাশিয়াকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, পারমাণবিক কেন্দ্রে বিকিরণের বিপর্যয় থেকে মাত্র এক ধাপ দূরে ছিল বিশ্ব। তবে বিকল্প ব্যবস্থা থাকায় প্ল্যান্ট সচল রাখা হয়।

আইএইএ মহাপরিচালক জানান, প্রতিদিনই পারমাণবিক কেন্দ্র অথবা কাছাকাছি নতুন নতুন ঘটনা ঘটছে। তারা আর সময় নষ্ট করতে চাইছেন না।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top