যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে ২ প্রবাসীর মৃত্যু
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ২৩:০১
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৪৯

যুক্তরাষ্ট্রের আপস্টেট নিউইয়র্কে লেকের পানিতে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় পরিবারের আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঘটনার আকস্মিকতায় সংজ্ঞা হারিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও আরেকজন।
ভুক্তভোগী সবাই যুক্তরাষ্ট্রে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমীনের পরিবারের সদস্য। নিউইয়র্ক সিটির বেলরোজ থেকে তারা আপস্টেট নিউইয়র্কের বেথেল টাউনে সমুদ্র সংলগ্ন হোয়াইট লেকে গিয়েছিলেন বেড়াতে। রোববার (২৮ আগস্ট) সকালে সেখানেই এ বিপদ ঘটে।
মৃত দুজন হলেন- রুহুল আমীনের জামাতা আফরিদ হায়দার (৩৪) এবং ছোট ছেলে বাছির আমীন (১৮)। রুহুল আমিনের ছোট মেয়ে নাসরিন আমীনকে (২১) পানি থেকে উদ্ধার করে স্থানীয় গারনেট হাসপাতালে ভর্তি করা হয়।
তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও আফরিদ ও বাছিরকে বাঁচানো যায়নি। নাসরিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরুড়া উপজেলা সমিতির সেক্রেটারি বদরুল হক আজাদ।
তিনি জানান, লেকের ধারে একটি বাসা ভাড়া করেছিলেন আফরিদ। স্ত্রী নাঈমা, শ্যালিকা, শ্যালকসহ পরিবারের সবাইকে নিয়ে ২৭ অগাস্ট ওই বাসায় ওঠেন তারা। রোববার (২৮ আগস্ট) সকালে নাস্তা করে তারা লেকে নেমেছিলেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর আফরিদ হায়দারের সাথে বিয়ে হয় নাঈমার। পানিতে নামেননি বলে বেঁচে গেলেও ঘটনার আকস্মিকতায় তিনি সংজ্ঞা ফারিয়ে ফেলেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
লেকের ধারের এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমে এক তরুণ (বাছির) পানিতে ডুবে গেলে আরেকজন (আফরিদ) তাকে উদ্ধারে এগিয়ে যান। কিন্তু তিনিও ডুবতে শুরু করলে তাদের সঙ্গী তরুণী (নাসরিন) পানিতে ডুব দেন দুজনকে বাঁচাতে।
লেকের ধারের ওই বাসিন্দা টহল পুলিশকে খবর দিয়েছিলেন। ফোন পেয়ে অল্প সময়ের মধ্যে দমকল বাহিনীর ডুবুরিরা পৌঁছান। তারা তিনজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
আপনার মূল্যবান মতামত দিন: