রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ট্রাম্পকে চরমপন্থি আখ্যা বাইডেনের


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৭

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৮

 ছবি : সংগৃহীত

আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, চলছে বাগ্‌যুদ্ধ।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদের যোগ্য নন- সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টির সমর্থকদের 'চরমপন্থি' আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট বাইডেন। রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দিতে চায় দাবি করে মধ্যবর্তী নির্বাচনে তাদের প্রত্যাখ্যানের আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প ও রিপাবলিকানরা দেশটির গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন বাইডেন। খবর এএফপি ও নিউইয়র্ক টাইমসের

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ)' বা আমেরিকাকে পুনরায় মহান করো- মতাদর্শ লালন করা রিপাবলিকানদের কড়া সমালোচনা করেন বাইডেন। তাদের বিরুদ্ধে নিজ সমর্থকদের লড়াইয়েও আহ্বান জানান তিনি।

এ রকম রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নতুন জরিপের তথ্য অনুযায়ী, আজ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলে ৪৭ শতাংশ ভোট পাবেন ডেমোক্র্যাটরা আর রিপাবলিকানরা পাবেন ৪৪ শতাংশ ভোট।

ভাষণে বাইডেন জানান, রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে, যা আমেরিকার প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলছে। তারা সহিংসতা ও বিশৃঙ্খলাকে আঁকড়ে ধরে। সত্যের আলোয় নয়, মিথ্যার আশ্রয়ে তাদের বসবাস।

পরাজয় মেনে নিতে না পেরে ট্রাম্পের মার্কিন ক্যাপিটলে হামলার কথা উল্লেখ করে বাইডেন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। কোনো সময়ই ছিল না। হবেও না কখনও।

ট্রাম্প প্রশাসনের গৃহীত বেশ কিছু পদক্ষেপের সমালোচনা করে বাইডেন জানান, গর্ভপাতের অধিকারের ওপর দেশব্যাপী হস্তক্ষেপ, গর্ভনিরোধকের সুযোগ থেকে শুরু করে সমলিঙ্গের বিয়েসহ অন্যান্য স্বাধীনতার জন্য হুমকি এই কট্টর রক্ষণশীলরা। এমএজিএ বাহিনী দেশকে পেছনে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
ট্রাম্পের নীতি আধিপত্যশীল ও ভীতিকর, যা দেশের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষা করতে হবে।

এর আগে ট্রাম্প বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তাঁর ট্রুথ সোশ্যাল সাইটে বাইডেনকে নিয়ে আক্রমণাত্মক পোস্ট করেন। তিনি বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য বলেও উল্লেখ করেছিলেন। এর জেরেই বাইডেন চটেছেন।

ট্রাম্প লিখেছিলেন, 'যদি বাইডেন আমেরিকাকে ফের মহান করতে না চান; যা তিনি কথা, কাজ আর বিশ্বাসও করেন না, তাহলে তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না।'

এদিকে, নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়, ইতিহাস বলছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল প্রায় সব সময়ই প্রথম মধ্যবর্তী নির্বাচনে হেরে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top