দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ শিশু
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:০৪

দক্ষিণ আফ্রিকার দুর্বান এলাকায় মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জন স্কুল পড়ুয়া শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এস্বাতিনীর সীমানার কাছে পঙ্গলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।- খবর টিআরটি ওয়ার্ল্ডের।
দুর্বান প্রদেশের কোয়াজুলু-নাটাল পরিবহন মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনায় ১৬ জন শিশুর মৃত্যুর খবর দিলেও স্থানীয় সংবাদমাধ্যম ১৯ জনের তথ্য জানিয়েছে। নিহত সবার বয়স ৫-১২ বছরের মধ্যে।
আঞ্চলিক পরিবহন মন্ত্রী সিফো হ্লোমুকা জানান, একসঙ্গে এত শিশুর মৃত্যু সত্যিই মর্মান্তিক।
জানা গেছে, আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার সড়ক সবচেয়ে উন্নত। তবে সেখানে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য বেশি সড়ক দুর্ঘটনা ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: