রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রানির শেষকৃত্যানুষ্ঠানে প্রিন্স হ্যারি দম্পতির আমন্ত্রণ বাতিল


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৬

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৮

 ছবি : সংগৃহীত

বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের আয়োজনে বিশ্ব নেতা ও সম্মানিত ব্যক্তিদের রাষ্ট্রীয় অভ্যর্থনা অনুষ্ঠানে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের আমন্ত্রণ বাতিল করা হয়েছে।

মিরর ইউকের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্ত্রী মেগানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি। এতে তিনি দীর্ঘদিন রাজপরিবারের কোনো কাজে ছিলেন না। তাই রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে প্রিন্স হ্যারিকে সামরিক পোশাক পরার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে বিশাল সংশয় ছিল। তবে এক সপ্তাহ আগে তাকে আমন্ত্রণ জানানোয় তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু তাকে জানানো আমন্ত্রণ এখন বাতিল করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশ্বের ৫০০ নেতা ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিতি থাকবেন। এটির আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এ শেষকৃত্যের অনুষ্ঠানটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিশ্ব নেতাদের জমায়েত হবে।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশাল নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যোগদান করছেন।

টেলিগ্রাফ জানায়, হ্যারি যখন তার সামরিক ইউনিফর্মে নজরদারিতে থাকবেন তখন তিনি বাকিংহাম প্যালেসের রাষ্ট্রীয় সংবর্ধনায় থাকবেন না। সেই অনুষ্ঠানে রাজাকে অভ্যর্থনার বদলে রানির মরদেহের পাশ দিয়ে হেঁটে ভিআইপিরা শোক জানাবেন।

রাজার এক মুখপাত্র জানান, রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের শেষ মুহূর্তে প্রথম অবাধ্য কাজটি করেন প্রিন্স হ্যারি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top