রানির প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন ৮ নাতির
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২২ ০৪:১১
আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৪

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের পাশে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিসহ তার ৮ নাতি। শনিবার (১৭ সেপ্টেম্বর) ওয়েস্টমিনস্টার হলে রানির প্রতি শ্রদ্ধা জানান তারা। খবর বিবিসির।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রানির মরদেহবাহী কফিন রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। শেষশ্রদ্ধা জানাতে লন্ডনের রাস্তায় রীতিমতো মানুষের ঢল নেমেছে। লাইনে দাঁড়িয়ে অনেকেই অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা।
এরমধ্যেই শনিবার (১৭ সেপ্টেম্বর) ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানান তার ৮ নাতি। রাজকীয় রীতি অনুযায়ী ব্রিটিশ সেনাবাহিনীর পোশাক পরে একে একে প্রবেশ করেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি ও তাদের চাচাতো ও ফুফাতো ছয় ভাই-বোন।
রীতি অনুযায়ী তাদের সামনে ছিলেন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম। রানির সম্মানে ১৫ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এদিন ভিড়ের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কিছু সময় কুশলবিনিময় করতে দেখা যায় রাজা তৃতীয় চার্লসকে। রানির স্মরণে খুলে দেয়া মাঠে গান গেয়ে সময় পার করেন অনেকে।
প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে হিমিশিম খেতে হয়। ভিড়ের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় শ্রদ্ধা অনুষ্ঠান। দিন পেরিয়ে গভীর রাত পর্যন্ত রানির প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এরই মধ্যে লন্ডনে জড়ো হয়েছেন বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তাদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো লন্ডন শহর।
আপনার মূল্যবান মতামত দিন: