রুশ স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৯
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৮
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:০৪

মধ্য রাশিয়ার একটি স্কুলে অতর্কিতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে নিহত হয়েছে অন্তত ৯ জন। আহত হয়েছে আরও অনেকে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির ইজেভস্ক শহরের এক স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এই স্কুলে অন্তত ১ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি বলছে, হামলার পর ওই হামলাকারী নিজেকে গুলি করে হত্যা করেছে। তবে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। জরুরি কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
রুশ মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিল্ডিংয়ের ভেতরে মানুষজন আতঙ্কিত অবস্থায় ছিল। কিছু ভিডিওতে ক্লাসরুমের ভেতরে রক্ত দেখা গেছে। নিহতের মধ্যে দুই শিক্ষক ও দুই নিরাপত্তা কর্মীও আছে বলে দেশটির কর্মকর্তারা বলেছেন। শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তাদের স্কুলের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: