পরীক্ষায় বানান ভুল ছাত্রের, পিটিয়ে মারলেন শিক্ষক
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:০২

দলিত সম্প্রদায়ের এক ছাত্র বানান ভুল করায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ভারতের পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে তল্লাশিতে নেমেছে। এছাড়া এই ঘটনায় প্রতিবাদ শুরু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা বলেছেন। খবর আল-জাজিরার।
নিহতের বাবা পুলিশি অভিযোগে জানান, চলতি মাসের শুরুর দিকে এক পরীক্ষায় তার ছেলে নিখিল সোশ্যাল (ইংরেজিতে) বানান ভুল করে। এ জন্য অভিযুক্ত শিক্ষক তার ছেলেকে জ্ঞান না হারানো পর্যন্ত রড দিয়ে পেটাতে থাকে ও লাথি মারে।
এরপর ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় মধ্য প্রদেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সে মারা যায়। এই খবর শুনে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক।
পুলিশ কর্মকর্তা মহেন্দ্র প্রতাপ সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, অভিযুক্ত শিক্ষক পালিয়ে আছে কিন্তু তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
দিল্লি থেকে আল-জাজিরার সাংবাদিক পাভনি মিতাল বলেন, এই ঘটনায় ঘটনাস্থল অরাইয়া জেলাতে বিক্ষোভ শুরু হয়েছে। ওই ছাত্রের দাফন সম্পন্ন হওয়ার আগে তারা অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের দাবি জানান।
তিনি আরও জানান, পরিবারের লোকজন জানিয়েছে কয়েক সপ্তাহ আগে বানান ভুল করার জন্য নিখিলকে ওই শিক্ষক বেধড়ক পিটিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: