জয়লাভ করেই হুঁশিয়ারি দিলেন ইমরান খান
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২২ ২২:৫২
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:১১

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে ইতিহাস গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। ইমরান খান সাতটি আসনের উপনির্বাচনে দাঁড়িয়ে ছয়টি আসনেই জয় পেয়েছেন। এমন রেকর্ড গড়ার পরেই হুঁশিয়ারি বার্তা দিলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
সোমবার (১৭ অক্টোবর) পিটিআই চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, এই মাসের মধ্যে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। তা না হলে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করবে তার দল। তিনি এই সময় বলেন, তারা প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী দেশটির সরকারকে সতর্ক করে বলেছেন, সরকারবিরোধী মার্চে যোগ দিতে অসংখ্য মানুষ রাস্তায় নামতে তার ডাকে সাড়া দেবে। লং মার্চ হওয়ার আগে আমি আসলে তাদের আরও কিছু সময় দিচ্ছি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, রানা সানাউল্লাহ জানতেও পারবেন না তাকে কি আঘাত করছে, আমার প্রস্তুতিও এমন।
তিনি সংবাদ সম্মেলনে দেশটির ক্ষমতাসীন সরকারের সঙ্গে আলোচনার কথা উড়িয়ে দেন। বলেন, অপরাধীদের সঙ্গে কোনো আলোচনা নয়। আপনি বেলুচ বা সিন্ধি জাতীয়তাবাদীদের সঙ্গে পুনর্মিলন আলোচনা করতে পারেন, কিন্তু অপরাধীদের সঙ্গে নয়।
পিটিআই চেয়ারম্যান অভিযোগ করে বলেন, সরকারের নির্বাচন করার কোনো ইচ্ছে নেই, তারা বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।
আপনার মূল্যবান মতামত দিন: