সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ২২:২২

আপডেট:
২৩ অক্টোবর ২০২২ ২৩:০১

ছবি সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটিতে নিজের ক্ষমতা আরও দৃঢ় করলেন। তৃতীয়বারের মতো ঐতিহাসিকভাবে তিনি দেশটির নেতা হলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৩ অক্টোবর) চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) কেন্দ্রীয় কমিটি শিকে পার্টির জেনারেল সেক্রেটারির পদে নির্বাচিত করেছেন। এতে করে শি আরও পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন তা নিশ্চিত ।

রিপোর্ট অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী দেশটির প্রতিষ্ঠাতা নেতা মাও জেদংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে তুলেছেন শি। এছাড়া সিসিপিও শির নেতৃত্বে সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি (পিএসসি) নামকরণ করেছে। তবে শির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকা দুইজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই কমিটি থেকে বাদ পড়েছেন।

গতকাল শনিবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের অনুষ্ঠান শেষ হয়েছে। তবে গতকাল অনুষ্ঠান চলাকালীন দেশটির সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে (৭৯) কংগ্রেসের শেষ দিনের অনুষ্ঠান থেকে আকস্মিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

সমাপ্তি অনুষ্ঠানে শি জিনপিংয়ের পাশে বসা হু জিনতাওকে দুজন লোক এসে সরিয়ে নিয়ে যায়। বর্তমান প্রেসিডেন্ট জিনপিংয়ের আগে ২০০৩ থেকে ২০১৩ মেয়াদে চীনের প্রেসিডেন্ট ছিলেন জিনতাও।

এই ঘটনা নিয়ে নানা জল্পনা চাউর হচ্ছে। বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডোনেল বলছেন, কংগ্রেস থেকে হু জিনতাওয়ের মত এত বড় নেতাকে যেভাবে বের করে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু চীনা সরকার বা চীনা কম্যুনিস্ট পার্টি এখনও কোনো ব্যাখ্যা দেয়নি।

সংবাদদাতা বলছেন দুটো সম্ভাব্য কারণ হতে পারে- এক, হু জিনতাওকে বের করে নিয়ে যাওয়ার সঙ্গে চীনের বর্তমান ক্ষমতার রাজনীতির হয়তো সরাসরি সম্পর্ক রয়েছে। প্রতীকীভাবে দেখানোর চেষ্টা হয়েছে হু জিনতাও জামানার চিন্তা-চেতনার কোনো জায়গা শি জিনপিংয়ের বর্তমান চীনে আর নেই।

সূত্রঃ বিবিসি, আল-জাজিরা 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top