যুবদল নেতা হত্যা
আহমদ হোসেন ও এম সোহায়েল ৪ দিনের রিমান্ডে
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৪ ১১:৫৯
আপডেট:
১৪ জানুয়ারী ২০২৬ ০১:০৬
ছাত্র-জনতার আন্দোলনে যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান।
আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে সোহায়েলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিবি। পরে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: