শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৩রা মাঘ ১৪৩২


প্রদর্শনী

বাজরিগার পাখির মেলা ঢাকায়


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১১:০৫

আপডেট:
১৬ জানুয়ারী ২০২৬ ১১:৪৯

ছবি-সংগৃহীত

অনেকেই পাখি পোষেন। পোষা পাখির মধ্যে জনপ্রিয় নাম বাজরিগার। অনিন্দ্য সুন্দর এই পাখি নিয়ে ঢাকায় মেলার আয়োজন করেছে বাজরিগার সোসাইটি অব বাংলাদেশ।

৮ ডিসেম্বর শুক্রবার মোহাম্মদপুর কলেজ রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর চিলড্রেন্স পার্কে দিনব্যাপী বাজরিগার পাখির মেলা বসবে। এ নিয়ে দশমবারের মতো এই পাখির মেলার আয়োজন করেছে সংগঠনটি। মেলায় বিভিন্ন ধরনের বাজরিগার পাখি প্রদর্শন করা হবে। এছাড়াও এই পোষা পাখি নিয়ে প্রতিযোগিতাও হবে।

এ দিন সকালে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান।

বাজরিগার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সুলতান বাবু জানান, দেশের শিশু-কিশোর ও তরুণদের বন্যপ্রাণি পালনকে নিরুৎসাহিত করার পাশিাপাশি বন ও বন্যপ্রাণিকে রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।

বাজরিগার পাখির এই মেলা সবার জন্য উন্মুক্ত। পাখি দেখতে কোনো পয়সা খরচ করতে হবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top