ক্রিকেটাররা মাঠে না আসায় বিএপিএলের দ্বিতীয় ম্যাচও হলো না
প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৬ ১৯:২৩
আপডেট:
১৫ জানুয়ারী ২০২৬ ২১:০৮
বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনে দুইটি ম্যাচই মাঠে গড়ায়নি। প্রথম ম্যাচ স্থগিতের পর দ্বিতীয় ম্যাচটি আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ক্রিকেটাররা মাঠে না আসায় দ্বিতীয় ম্যাচও হলো না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় এই ম্যাচের টস হওয়ার কথা ছিল। তার অন্তত দেড় ঘণ্টা আগেই ক্রিকেটারদের মাঠে উপস্থিত থাকার সূচি ছিল। কিন্তু তারা আসেননি, আর নির্ধারিত সময়ে টস হয়নি।
বরং দেখা গেলো, মাঠকর্মীরা স্টাম্প উপড়ে ফেলছেন। তার কিছুক্ষণ আগে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান ধারাভাষ্যকাররাও।
প্রসঙ্গত, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগে গতকাল বুধবার রাতে আল্টিমেটাম ছুড়ে দেন ক্রিকেটাররা। এদিন রাতে ভার্চুয়ালি সংবাদ সম্মলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ঘোষণা দেন, বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে তিনি পদত্যাগ না করলে চলমান বিপিএলের ম্যাচসহ সব ধরনের খেলা বন্ধ থাকবে।
তিনি জানান, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, বিসিবি পরিচালক নাজমুল সংবাদমাধ্যমকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খোঁচা দিয়ে কথা বলেন।
তিনি বলেছিলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন।
আজ বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও নুরুল হাসান সোহানসহ জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররা।
তারা বলেছিলেন, তারা খেলতে আগ্রহী, মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন। তবে তার আগে তাদের দাবি পূরণ হওয়া জরুরি।
এর মধ্যে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুল ইসলামকে সরিয়ে দেয় বিসিবি। এর প্রেক্ষিতে শর্ত দেয়, ক্রিকেটারদেরকে মাঠে ফিরতে হবে, নয়তো বিপিএলই স্থগিত করে দেয়া হবে।
কিন্তু তাতেও সাড়া দেননি ক্রিকেটাররা। আর বিসিবিও কঠোর হপথে হাঁটলেন। বিপিএলের চলতি আসর স্থগিতের ঘোষণা দিয়ে বসলো।

আপনার মূল্যবান মতামত দিন: