মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২


সম্পর্কে জটিলতা না চাইলে এড়িয়ে চলুন কিছু ভুল


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৮

আপডেট:
২ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

প্রতীকী ছবি

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর হয়। কিন্তু সম্পর্ক মানেই যে জীবন সবসময় হাসি-খুশিতে ভরপুর থাকবে এমন নয়। সম্পর্কে থাকাকালে নানা কারণে মনোমালিন্য-বিবাদ দেখা দিতে পারে। বলা যায় এসবও সম্পর্কেরই অংশ।

সম্পর্কের এই জটিলতার পেছনে কখনো কখনো থাকে নিজেদেরই কিছু অভ্যাস। না বুঝেই কিছু ভুল সবাই করে ফেলেন, যা জটিলতা বাড়িয়ে দেয়। কিন্তু সেই ভুলগুলো কী? জেনে সতর্ক হয়েছে যান।

১. সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। প্রথমদিকে সারাদিন কথা বললেও একটা সময় পর তা কমে যায়। ব্যস্ততা যত বাড়ে দুজন দুজনের থেকে ততটা দূরে সরতে থাকে। দেখা যায় কোনো সমস্যা দেখা দিলেই একে অপরের কাছে অনুভূতি প্রকাশ করে। যা নিমেষেই সম্পর্ক নষ্ট করে দিতে পারে।

২. সঙ্গী হয়ত অভিমানে একটা দীর্ঘ মেসেজ পাঠিয়েছেন কিংবা প্রয়োজনীয় কিছু লিখেছেন। আপনি এক বা দুই শব্দে অর্থাৎ খুব সংক্ষেপে ‘ওকে’ বা ‘হুম’ এ ধরনের উত্তর দিলেন। যা সঙ্গীকে ভুল বার্তা দেয়।

৩. কোনো কিছু নিয়ে আলোচনা করতে বসলে সঙ্গীর কথা আগে শুনুন। তিনি কী বলছেন তা না শুনেই নিজের কথা বলতে যান অনেকেই, যা একদমই ঠিক নয়অপর পাশের মানুষকে মনের কথা প্রকাশের সুযোগ দিন।

৪. অশান্তি সম্পর্কেরই অংশকিন্তু অনেকেই যেকোনো বিবাদে পুরোনো প্রসঙ্গ টেনে আনেনযা অশান্তিকে চরমে নিয়ে যায়

৫. অনেকেই আছেন যারা মুখ ফুটিয়ে কিছু বলেন নাভাবেন এমনিতেই সঙ্গী সব বুঝে নেবেনতবে তার ব্যতিক্রম হলেই ভেঙে পড়েন, সঙ্গীর প্রতি অভিমানের পাহাড় তৈরি হয় মনেযা একটা সময়ের পর সম্পর্কে দূরত্ব বাড়ায়

৬. সবসময় সব ঝগড়ায় আপনিই যে জিতবেন তা কিন্তু নয়। বেশিরভাগ মানুষই এটা মানতে পারেন না। তাই সঙ্গীর সঙ্গে ঝগড়া হলেও যেকোনো মূল্যে জেতার চেষ্টা করেন। এই অভ্যাস সম্পর্কের জন্য ক্ষতিকর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top