শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ২রা মাঘ ১৪৩২


বর্ষার ফুল রেইন লিলি


প্রকাশিত:
৪ আগস্ট ২০২২ ০১:১৭

আপডেট:
১৬ জানুয়ারী ২০২৬ ০৩:৪৭

 ছবি : সংগৃহীত

রেইন লিলি ,বৃষ্টি নামলেই চমৎকার গোলাপি ফুলে ভরে ওঠে গাছ। গোলাপির পাশাপাশি সাদা কিংবা হলুদ রঙের ফুলের গাছ পাওয়া যাবে নার্সারি গুলোতে। বর্ষাকাল জুড়ে বারান্দা কিংবা ছাদবাগানের সৌন্দর্য বাড়াতে এই ফুল গাছের জুড়ি নেই।

রেইন লিলি ছোট টবেও লাগাতে পারেন। তবে টবটি এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি বৃষ্টি ও রোদ পড়ে। যত রোদ পড়বে, তত বেশি ফুল আসবে গাছে। বৃষ্টি পড়ার দুই থেকে তিন দিনের মধ্যেই ফুলে ফুলে ভরে উঠবে গাছ।

বৃষ্টি পছন্দ করলেও রেইন লিলি গাছের গোড়ায় কিন্তু পানি জমিয়ে রাখা যাবে না। টবের মাটি তৈরির জন্য ৪০ শতাংশ ঝুরঝুরে মাটি, ৩০ শতাংশ সাদা বালি, ভার্মি কমপোস্ট অথবা গোবর সার ২০ শতাংশ এবং বাকি অংশ নিম খৈল ও হাড়ের গুঁড়া মিশিয়ে নিন।

রেইন লিলি গাছের খুব বেশি যত্নের প্রয়োজন নেই। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন। পাতাগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেলে সামান্য ছেঁটে দেবেন উপর থেকে। বৃষ্টির পানি জমিয়ে রেখে দিতে পারেন গাছের গোড়ায়। এটিই সার হিসেবে কাজ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top