রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সাংবাদিক নেতা ফয়সাল আর নেই


প্রকাশিত:
১ মে ২০২১ ১৮:০৫

আপডেট:
৫ মে ২০২৪ ১৯:৩৮

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাহী পরিষদের সদস্য আ হ ম ফয়সাল। ফাইল ছবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাহী পরিষদের সদস্য আ হ ম ফয়সাল আর নেই। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

আ হ ম ফয়সাল বিভিন্ন গণমাধ্যমে সফলতার সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি ইউনাইটেড নিউজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ছিলেন।

ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট বোন মানতাশা তাসনিম। তিনি বলেন, ‘ফয়সাল ভাইয়ের কোনো অসুস্থতা ছিল না। আমরা একসঙ্গে ইফতার করেছি। হঠাৎ দেখি তিনি বিছানায় শুয়ে রয়েছেন। ডাকাডাকি করে কোনো শব্দ পাচ্ছি না। পরে তাৎক্ষণিক উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মানতাশা বলেন, ‘আমি উখিয়ায় একটি নতুন চাকরিতে যোগ দিয়েছি। আমাকে দেখতে মাসহ কয়েকদিন আগে এখানে এসেছেন ফয়সাল ভাই। লকডাউনের কারণে মূলত ঢাকায় ফিরতে পারছিলেন না।’

আ হ ম ফয়সালের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজেন্ডার। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

ফয়সালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাব-এডিটরস কউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। নেতৃদ্বয় বলেন, ‘ফয়সাল অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য গণমাধ্যম কর্মী এবং সহযোদ্ধাকে হারালাম।’ তাঁরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top