বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


নিজের গোপন কথা ফাঁস করলেন করণ, হতবাক জাহ্নবী


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫ ১৬:২২

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ২২:১৬

ফাইল ছবি

বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর সম্প্রতি টুইঙ্কল খান্নার পডকাস্ট শোতে অংশ নেন। সেখানেই নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য প্রকাশ করেন তিনি।

শোয়ের একটি মজার খেলায় করণকে বলা হয়, এমন দুটি বিষয় বলতে হবে, যার একটি সত্যি এবং অন্যটি মিথ্যা। করণ তখন জানান, ২৬ বছর বয়সে তিনি ‘ভার্জিনিটি’ হারিয়েছিলেন এবং জাহ্নবী কাপুরের পরিবারের এক সদস্যের সঙ্গে তার সম্পর্ক ছিল। করণের এই মন্তব্য শুনে চমকে ওঠেন জাহ্নবী, যিনি সেদিন শোয়ের সহ-অতিথি ছিলেন।

তবে করণ কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে জানান, প্রথম তথ্যটি সত্যি হলেও দ্বিতীয়টি পুরোপুরি মিথ্যা; খেলার নিয়মের খাতিরেই এমনটা বলেছেন তিনি। এ সময় স্বস্তির হাসি ফুটে ওঠে জাহ্নবীর মুখে।

করণ ও জাহ্নবীর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। করণের প্রযোজনায়ই বলিউডে অভিষেক হয়েছিল জাহ্নবীর। সম্প্রতি করণের ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top