শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের আর নেই


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫ ১১:৪১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৯:২৬

ছবি সংগৃহীত

নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের (৭৬) আর নেই।

শনিবার (১৯ এপ্রিল) ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর চিনিশপুর ঈদগাহ ময়দানে উনার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাবতলী কবরস্থানে দাফন করা হবে।

মরহুম আবু তাহের দীর্ঘদিন ধরে জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এবং ইংরেজি জাতীয় দৈনিক দ্যা নিউজ টুডে পত্রিকার নরসিংদী জেলার প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নরসিংদী প্রেসক্লাবের দুইবার আহবায়কের দায়িত্ব পালন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top