সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে সাজা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫ ১৮:০৩
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ২৩:৩৫

সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সঞ্চালনায় মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, বাংলাভিশনের আসাদুজ্জামান, মানবাধিকার কর্মী মাধব দত্ত, দীপ্ত টেলিভিশনের রঘুনাথ খাঁ, এখন টিভির আহসান রাজীব, ডিবিসি নিউজের বেলাল হোসাইন এবং মানবজমিনের এস এম বিপ্লব হোসেন।
সাংবাদিকরা অভিযোগ করে বলেন, তালার ইউএনও শেখ রাসেল প্রকৌশলী মামুনের দুর্নীতির তথ্য নিতে যাওয়া সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে তদন্ত ছাড়াই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একতরফা সাজা দিয়েছেন। অথচ প্রকৌশলী মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।
বক্তারা আরও বলেন, টিপুর দোষ একটাই—তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। তার শাস্তি দিয়ে ইউএনও দুর্নীতির পক্ষেই অবস্থান নিয়েছেন। ঘটনা ভ্রাম্যমাণ আদালতের আওতার বাইরে ঘটলেও ইউএনও নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।
মানববন্ধন থেকে সাংবাদিকরা দাবি জানান, ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক টিপুর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে এবং ইউএনওর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার বেরা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: