রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


ঢাকায় আসছেন মার্কিন কর্মকর্তা আফরিন আক্তার


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩ ১০:০৫

আপডেট:
৫ মে ২০২৪ ১৮:৪২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বাংলাদেশে আসছেন। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর ঢাকা সফর করতে পারেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আফরিন আক্তারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে। তার সফরসূচি চূড়ান্ত করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। এখন পর্যন্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এই সফরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এর আগে গত বছরের ৫ নভেম্বর দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন। সে সময় তিনি পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া গত ১২ থেকে ১৩ মে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফরিন আক্তার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top