সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


সরকারি ক্রয় ব্যবস্থাপনার বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৩ ১৯:১২

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ১২:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু কোম্পানি তাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ পেয়ে যাচ্ছে। কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। তাতে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এসময় সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

সোমবার (২৩ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা বলেন তিনি।

একইসঙ্গে এই অবস্থা থেকে উত্তরণে সরকারি ক্রয় ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিধিবিধানে পরিবর্তন আনারও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

বিকেলে সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সরকারি যে ক্রয় হয় সেটা যেন আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মাহবুব হোসেন বলেন, দেশের উন্নয়ন কাজগুলো যেন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দ্রুত সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এখন এ সংক্রান্ত বিধি-বিধান পরিবর্তনের জন্য সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top