সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪ ১১:৩০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১২:৪২

ফাইল ছবি

আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। অর্থনীতিকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্র সচিব দূতদের আফ্রিকার উদীয়মান বাজারে বাংলাদেশের জন্য সুযোগ অন্বেষণের তাগিদ দেন।

গত বৃহস্পতিবার আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন পররাষ্ট্র সচিব। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফ্রিকায় বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের কৌশলগত প্রয়াসের লক্ষ্যে দূতদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আফ্রিকার ক্রমবর্ধমান তাৎপর্য তুলে ধরেন। পররাষ্ট্র সচিব বাংলাদেশের জন্য অর্থনৈতিক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে আফ্রিকার উদীয়মান বাজারে বাংলাদেশের জন্য সুযোগ অন্বেষণের তাগিদ দেন।

অন্যান্য আলোচনার মূল অগ্রাধিকার ছিল- কৃষি সহযোগিতা তথা আফ্রিকায় চুক্তিভিত্তিক চাষাবাদ। পররাষ্ট্র সচিব আফ্রিকান দেশগুলোর সঙ্গে কৃষি উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দূতদের এই খাতে সহযোগিতার সুযোগ অন্বেষণ করার আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে মিশন প্রধানদের পরামর্শ দেন। মিশন প্রধানরা তাদের চলমান উদ্যোগের অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও মিশনের মহাপরিদর্শক ড. মো. নজরুল ইসলাম, মহাপরিচালক (আফ্রিকা) বি এম জামাল হোসেন, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক, আলজেরিয়া, কেনিয়া, লিবিয়া, মরক্কো, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার দূতরা ছিলেন।

এর আগে, পররাষ্ট্র সচিব বুধবার (১৩ নভেম্বর) পূর্ব ইউরোপ ও সিআইএসের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top