রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


দুর্নীতি রোধে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ইসি


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪ ২১:৩৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:০০

ফাইল ছবি

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি এই সুপারিশ করেছে।

ইসি কর্মকর্তারা বলছেন, বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যাদেরকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় তাদের মধ্যে কোনো কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেননা। এতে যথাসময়ে বিভাগীয় মামলা নিষ্পত্তি সম্ভব হয়না।

এ পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত সম্পন্নের জন্য একটি নির্ধারিত সময় প্রদান ও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মতামত ব্যক্ত করেন। এছাড়া দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ মডিউলে বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলেন।

নির্বাচন কমিশন তাহমিদা আহমদ ইটিআই মহাপরিচালককে প্রশিক্ষণ মডিউলে বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top