স্বাধীনতাবিরোধী একটি দল বিএনপির নামে মিথ্যাচার করছে: দুদু
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫ ১৭:০৩
আপডেট:
১১ জানুয়ারী ২০২৫ ১৭:০৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যারা দেশের স্বাধীনতা মানে না, তারাই বিএনপির নামে মিথ্যাচার করছে।’
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামাদলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
দুদু বলেন, ‘যে দলটি জোটে থাকলে সম্মানজনক ভোট পায়, আর এককভাবে নির্বাচনে গেলে হাতেগোনা ভোট পায়। এই দলটির নেতাদের কাছে শুধু দাপট আছে, ভোট নেই। তারা সূরেলা বুলি দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে। অন্যদিকে, বিএনপি জনগণের অধিকার আদায় করে, দেশের উন্নতির জন্য কাজ করে।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে, তাদের সম্মানহানী করেছে এবং বিনা অপরাধে অনেককে কারাগারে পাঠিয়েছে। এজন্য সবাইকে এক হয়ে শক্ত ভূমিকা নিতে হবে এবং বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’
ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ক্বারী মাওলানা গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেনসহ আট জেলার জাতীয়তাবাদী ওলামাদলের নেতাকর্মীরা।
আপনার মূল্যবান মতামত দিন: