রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে নরদিয়া সিম্পসনকে আমন্ত্রণ জানালেন ড. ইউনূস


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ১৭:৪১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৬:২০

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নরদিয়া সিম্পসন।

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই ও আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন এবং তারা দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশি জনগণের উদার এবং অতিথিপরায়ণ ব্যবহারে আমি মুগ্ধ ও সমৃদ্ধ।

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে রাষ্ট্রদূতকে যোগদানের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত অন্যান্য রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানাবে সরকার।

সিম্পসন অন্তর্বর্তী সরকার এবং তাদের সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top