বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১


তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ১৮:৪৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন ড্রপ যুব ফোরামের সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্রপ যুব ফোরাম আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোলের (এফসিটিসি) সঙ্গে সামঞ্জস্য রেখে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়ার সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি প্রস্তাব তুলে ধরে ড্রপ যুব ফোরাম। প্রস্তাবগুলো হচ্ছে— অধূমপায়ীদের সুরক্ষার জন্য সব ধরনের পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা; তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেট বা ইমার্জিং হিটেড টোব্যাকো প্রডাক্ট উৎপাদন; ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা, তামাকপণ্যের সব প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

মানববন্ধনে যুব প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের ৪৮ শতাংশ জনগোষ্ঠী তরুণ, অথচ তামাক কোম্পানির কূটকৌশলের শিকার হয়ে ৯.২ শতাংশ তরুণ ইতোমধ্যে ধূমপানে আসক্ত। শিশু-কিশোরদের লক্ষ্য করে তামাক পণ্য আকর্ষণীয় মোড়কে বিক্রয়কেন্দ্রে প্রদর্শন করা হয়, যাতে তারা কৌতূহলী হয়ে আসক্তিতে জড়িয়ে পড়ে। খুচরা শলাকা বিক্রির সুযোগ থাকায় টিফিনের টাকা দিয়েই কিশোররা তামাক কিনতে পারছে। এই প্রবণতা বন্ধ না হলে লাখ লাখ তরুণ ধ্বংস হবে। আমাদের দাবি— অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস করে তরুণদের এই প্রাণঘাতী আসক্তি থেকে রক্ষা করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, খিলগাঁও মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top