শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


এডিবির দায়িত্ব নিলেন মাসাতো কান্দা


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:১৭

ছবি সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১১তম সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসাতো কান্দা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এডিবির নতুন প্রেসিডেন্ট জানান, এ গুরুত্বপূর্ণ মুহূর্তে এডিবি প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমাদের ৬৯ সদস্যের আস্থা এবং কর্মীদের দৃঢ় সমর্থনের মাধ্যমে, আমি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধির প্রচারের জন্য এডিবির লক্ষ্যকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করব, নিশ্চিত করব যে এডিবি এই অঞ্চলের অংশীদার হিসেবে ভূমিকা রাখবে।

এডিবি জানায়, শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের উত্তরাধিকার অব্যাহত রেখে কান্দা মাসাতোগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন। আন্তর্জাতিক অর্থ ও উন্নয়ন নীতিতে প্রায় চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন, কান্দা তার দূরদর্শী নেতৃত্ব এবং বাজারের অস্থিরতার সময়কালে তার সিদ্ধান্তমূলক হস্তক্ষেপের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। জাপানের আন্তর্জাতিক বিষয়ক উপ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি উদ্ভাবনী আর্থিক সমাধানের পথিকৃৎ এবং বাজার স্থিতিশীল করতে সহায়তাকারী নীতিগত পদক্ষেপগুলো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে গভর্নরসের চেয়ারম্যান ফ্যাবিও প্যানেট্টা বলেন, মাসাতো কান্দা এডিবিতে প্রচুর অভিজ্ঞতা এবং একটি সতেজ দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। জটিল আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে তার প্রমাণিত ট্র্যাক রেকর্ড তাকে আমাদের শক্তি তৈরি এবং উদীয়মান সুযোগগুলো কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের পথ দেখানোর জন্য সহায়ক হবে।

এডিবির নতুন প্রেসিডেন্ট কান্দা বিজ্ঞপ্তিতে আরও জানায়, আমি আমাদের সংস্থার মধ্যে সম্মিলিত দক্ষতা কাজে লাগাতে এবং রূপান্তরমূলক পরিবর্তন আনার জন্য আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। আমাদের লক্ষ্য থাকবে বাস্তবমুখী পদক্ষেপের ওপর। যা বাস্তব ফলাফল প্রদান করে, নিশ্চিত করে যে আমাদের সমর্থন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের জীবনে স্থায়ী উন্নতি বয়ে আনবে।

এডিবি জানায়, কান্দার নিয়োগ এডিবির চলমান বিবর্তন এবং উন্নয়নশীল সদস্য দেশগুলোর গতিশীল চাহিদা পূরণের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ব্যাংকটি কৌশলগত প্রবৃদ্ধির একটি নতুন পর্যায়ে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে, তার নেতৃত্ব এডিবির শক্তিশালী উত্তরাধিকারের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top