শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:১৭

ছবি সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি করার ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেও দাবি করেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ মিটিংয়ে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার এই ৫৩ বছরে আমাদের কোনো সাংবাদিক লেখেননি আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম। আমরাও কোনোদিন লিখিনি। আমি বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু উন্নতি করার অবকাশ রয়ে গেছে।

তিনি বলেন, ধরেন গতকালের (রোববার) বনশ্রীর ঘটনাটা আগে ঘটলে সেটা সবার জানতে দুইদিন সময় লাগত। কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনাটা জানা যাচ্ছে। এজন্যই আমরা ভাবছি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ত বড় ধরনের সমস্যার মধ্যে আছে।

উপদেষ্টা আরও বলেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top