শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


যোগদান করেই কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন সচিব মিজানুর


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১

আপডেট:
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১২

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ সচিবালয়ে যোগ দিয়েছেন নতুন সচিব মো. মিজানুর রহমান। যোগদানের পর সংসদ নির্বাচন সামনে রেখে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. এমাদুল হক এ তথ্য জানান।

সংসদ সচিবালয় জানায়, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান এনডিসিকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। বৈঠকে তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সে অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুতি গ্রহণের জন‌্য গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন‌্য সবাইকে নির্দেশনা দেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সিদ্দিকুর রহমান বৈঠকটি সঞ্চালনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষে সচিবকে স্বাগত জানান উপসচিব এস এম আতাউল করিম, নাজমুন নাহার ও মো. শামছুল হক। বৈঠকে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও পরিচালকগণসহ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মো. মিজানুর রহমান, এনডিসি এর আগে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট হিসাবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top