সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫ ১৪:৫৩

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২১:১৭

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারই পরিপ্রেক্ষিতে চলমান প্রতিবাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৭ এপ্রিল) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক সতর্ক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, আজ ৭ এপ্রিল সোমবার দিনব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করবে এবং কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হবে। সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং দূতাবাসে প্রতিবাদের উদ্দেশ্যে আন্দোলনের কারণে, মার্কিন দূতাবাস ৭ এপ্রিলের বিকেলের জনসেবা সীমিত করবে।

মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা হলে তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় পরিণত হতে পারে। আপনার বিক্ষোভ এড়ানো উচিত এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত, স্থানীয় অনুষ্ঠানসহ আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা উচিত এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করা উচিত।

নাগ‌রিক‌দের জন্য বি‌ক্ষোভের এলাকা এড়িয়ে চলা ও আপডেটের জন্য স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করতে বলেছে মার্কিন দূতাবাস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top