শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


দেশে তালেবানও নেই, জঙ্গিও নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২১ ২২:৩৩

আপডেট:
২৮ আগস্ট ২০২১ ২৩:১৮

ফাইল ছবি

দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

শনিবার (২৮ আগষ্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে তালেবানও নেই। জঙ্গিও নেই। কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে। কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। বিভিন্ন বাহিনীর নামে আত্মপ্রকাশ করে থাকে তারা।

তালেবান বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top