শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান নবম, শীর্ষে কিনশাসা


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৩:১৯

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৫:২০

ছবি সংগৃহীত

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ নবম অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের মান ১০৭, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৯ স্কোর নিয়ে আজ দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৩৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে উাগান্ডার কামপালা (স্কোর ১২৪)। ১২২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাহরাইনের মানামা। ১২১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ মেকদোনিয়ার স্কোপজি, ১১৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৭১ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে নবম ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top