সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩
আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে আগামী ১৮ নভেম্বর।
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, খসড়া তালিকার পিডিএফ ও মাঠ পর্যায়ে লিংক প্রেরণ ২৫ অক্টোবর। খসড়া প্রকাশ ১ নভেম্বর। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর। দাবি ও আপত্তি নিষ্পত্তি ১৭ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ প্রকাশ ১৮ নভেম্বর।
এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক চূড়ান্ত ভোটার তালিক প্রকাশ করে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন ভোটার। পুরুষ ভোটা ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।
তিনি বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তাদের তাদের অন্তর্ভুক্ত করে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: