বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


দুই ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ, ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫ ১৬:৪২

আপডেট:
১৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৭

ছবি : সংগৃহীত

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি শেষে তারা শাহবাগে এসে অবরোধ শুরু করেন। এতে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে অবরোধের কারণে বড় কোনো যানজট সৃষ্টি হয়নি। মতিঝিল, গুলিস্তান ও পল্টনের দিক থেকে আসা যানবাহনগুলোকে মৎস্যভবন থেকে ইন্টারকন্টিনেন্টালের পেছনের রাস্তা দিয়ে বাংলামোটরের দিকে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। ফার্মগেট দিক থেকে আসা গাড়িগুলো ইন্টারকন্টিনেন্টাল ঘুরে পরিবাগ ও মগবাজারের দিকে চলে যাচ্ছে। একইভাবে, সায়েন্সল্যাব দিকের যানবাহনগুলো এলিফ্যান্ট রোড থেকেই ঘুরে যাচ্ছে।

শিক্ষকরা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে কোনো শিক্ষক অংশ নেবেন না।

এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গতকাল বিকেলে ছিল ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধি ‘অপর্যাপ্ত ও অবাস্তব’।

তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

গত রোববার প্রেস ক্লাবের সামনে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সংগঠনের নেতারা শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং লাগাতার আন্দোলনে নামেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top