বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


‘শিক্ষার্থীদের চমৎকার ফল আমাদের গর্বিত করেছে’


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫ ১২:৪৬

আপডেট:
১৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৫

ছবি : সংগৃহীত

এবারের এইচএসসি পরীক্ষায় উত্তরার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের ফল আমাদের গর্বিত করেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফল পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ অর্জন, সাফল্য তোমাদের। থ্যাংক ইউ রাজউকিয়ানস। তোমাদের চমৎকার ফল আমাদের গর্বিত করেছে, আমাদের সব শিক্ষক আজ গর্বিত। আমরা সবসময় তোমাদের প্রার্থনায় রাখবো।

তিনি বলেন, এ বছর কলেজ থেকে ১৬৯৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬৯২ জন। পাসের হার ৯৯.৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ১ হাজার ২১৮ জন।

পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১৩৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১৩২ জন, পাসের হার ৯৯.৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৬৩ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৮৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২৬ জন ছাত্র-ছাত্রীর সবাই কৃতকার্য হয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৪৩.৬৬ শতাংশ। মানবিক বিভাগে ১৩৪ জন ছাত্র-ছাত্রীর সবাই কৃতকার্য হয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। জিপিএ-৫ এর শতকরা হার ৫১.৪৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top