মোহাম্মদপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫ ১৩:১৭
আপডেট:
১৯ অক্টোবর ২০২৫ ১৭:২৯

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বপন মিয়া (২৫) নামে এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্বপন মিয়া মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের বি ব্লকের হানিফ কোম্পানির ভাড়া বাসায় থাকতেন। তিনি ভোলা জেলার লালমোহন থানার দেওয়ানকান্দি গ্রামের বজলু মিয়ার ছেলে।
তার স্ত্রী তানিয়া বেগম জানান, রাত ১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্বপন নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলে না। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন স্বামী। এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার স্বামী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।
আপনার মূল্যবান মতামত দিন: